মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৩

বয়সের কারণের ডিএসসিসির সাত কর্মচারী কর্মচ্যুত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ/দপ্তরে কর্মরত পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় করপোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৬ জুলাই ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতজনকে কর্মচ্যুত করা হয়।

এঁরা হলেন, পরিচ্ছন্নতাকর্মী উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম ও মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাঁরা করপোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট  কর্মীদের বয়স ইতোমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদের কর্মচ্যুত করা হলো। জনস্বার্থ জারিকৃত এই অফিস আদেশ ১৭ জুলাই ২০২০ তারিখ থেকে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত থাকায় তারা করপোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

এই বিভাগের আরো খবর