মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

ট্রাক্টর চালিয়ে বিয়ে করতে গেলেন কনে

আন্তর্জাতিক ডেস্ক  

প্রকাশিত: ২৮ মে ২০২২  

কালো সানগ্লাস চোখে ট্রাক্টরের ড্রাইভিং সিটে বসা কনে আর তার দু’পাশে দাঁড়ানো দুই ভাই- ঠিক এভাবে বিয়ের আসরে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন ভারতের এক তরুণী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তার ভিডিও।

ভাইরাল সেই ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন কনে ভারতি তাগড়ে। আর দু’পাশে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিচ্ছেন দুই ভাই। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে মধ্য প্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে হয়েছে ওই বিয়ের অনুষ্ঠান। আর তাতে ট্রাক্টর চালিয়ে প্রবেশ করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন ভারতি।

ভারতীয় এ তরুণী বলেছেন, পালকি কিংবা গাড়িতে চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরোনো হয়ে গেছে। তাই তিনি ভিন্ন কিছু করতে চেয়েছিলেন।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে হরিয়ানায় এক কনে তলোয়ার হাতে ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢুকে বেশ আলোড়ন ফেলেছিলেন।

এই বিভাগের আরো খবর