সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫  

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আশ্বাস মিললেও অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে শিক্ষক নেতাদের কাছ থেকে।

 

রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

 

বৈঠক শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আগে পর্যন্ত কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত থাকবে বলে ঠিক হয়েছিল। তবে রাত ১১টার পর নতুন সিদ্ধান্তে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

পুলিশি হামলার প্রতিবাদে উত্তপ্ত শাহবাগ
 

এর আগে শনিবার শাহবাগে ‘কলম বিরতি কর্মসূচি’ পালন করতে গেলে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা, জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দেড় শতাধিক শিক্ষক আহত হন এবং পাঁচজনকে আটক করে পুলিশ। পরে রোববার দুপুরে আটক শিক্ষকদের মুক্তি দেওয়া হয়।

 

শিক্ষকদের তিন দফা দাবি

  1.  দশম গ্রেডে বেতন প্রদান
  2.  চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে পদোন্নতি
  3. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

 

এই তিন দাবির পক্ষে আন্দোলন চালাচ্ছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’, যেখানে চারটি শিক্ষক সংগঠন যুক্ত রয়েছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

 

সারাদেশে কর্মবিরতি ছড়িয়ে পড়ছে


মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, নলছিটি ও অন্যান্য অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কর্মবিরতি চলছে বলে জানা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা লাগাতার ক্লাস বর্জন করবেন।

 

তবে ঢাকার কেরানীগঞ্জের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হয়নি। সেখানকার সহকারী শিক্ষক শাহিনুর আল আমিন বলেন, “আমরা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, আহত শিক্ষকদের পাশে আছি, তবে এখনো কর্মবিরতি শুরু করিনি।”

 

শিক্ষক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না।
 

এই বিভাগের আরো খবর