মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২১

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সমালোচনা করে যা বললেন বুশ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

আফগানিস্তান থেকে নেটো বাহিনী প্রত্যাহারের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুধবার বুশ বলেন, তালেবানদের হাতে বেসামরিক ব্যক্তিদের ‘কচুাকাটা’ করার জন্য ফেলে রেখে গেছে নেটো বাহিনী।

জার্মান ব্রডকাস্টার ডয়চে ভেলেকে বুশ বলেন, আফগান নারী এবং মেয়েরা ভাষাহীন ক্ষতির শিকার হবে। এটা একটা ভুল। এই নিষ্ঠুর ব্যক্তিদের হাতে কচুকাটা হওয়ার জন্য তাদেরকে ফেলে চলে যাওয়া হচ্ছে। আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আফগানিস্তানে সৈন্য পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ। ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বুশ বলেন, আমার বিশ্বাস জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও ‘এমনটা অনুভব’ করেন।

টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার পর চলতি বছরের শেষদিকে রাজনীতি থেকে অবসরে যাবেন মার্কেল। বুশ বলেন, মার্কেল ‘গুরুত্বপূর্ণ এই পজিশনে ক্লাস এবং সম্মান নিয়ে এসেছেন। তিনি অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন এবং নেটো বাহিনী গত মে মাসের শুরু থেকে আফগানিস্তান থেকে চলে যেতে শুরু করে। আগামী ১১ সেপ্টেম্বর নাগাদ তারা আফগানিস্তান ছাড়বে। প্রায় ২০ বছর পর তারা যুদ্ধবিধ্বস্ত দেশটি ছেড়ে চলে যাচ্ছে।

এই বিভাগের আরো খবর