মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৯

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে সভাপতিমন্ডলীর সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, সভাপতিমন্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যা ৭টার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শুরু হয়। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির ১৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই বিভাগের আরো খবর