মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৬

মান্দায় মাদক ব্যাবসায়ীর ছেলেকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২  

নওগাঁর মান্দায় ১০০ পিস নেশার ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীর ছেলেকে আটকের পর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত নাহিদ হোসেনের  বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃত নাহিদ হোসেন (১৪) উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর  গ্রামের মাদক ব্যাবসায়ী মজিবর রহমানের  ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা স্ব-পরিবারে মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপরে থানার এস আই  সুব্রত কুমার এবং এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ সতীহাটের উত্তর-পশ্চিম পাশর্^ সংলগ্ন সরকারের পুকুরপাড় এলাকায় অভিযান দেন । এসময় তল্লাশী চালিয়ে তার প্যান্টের পকেট  থেকে ১০০পিস (নেশার ট্যাবলেট) টাপেন্টাডলসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। ওসি আরও বলেন, আটককৃত নাহিদ হোসেনের  বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মান্দায় এক শিক্ষার্থীর মেধাবৃত্তি অর্জন

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় সোহাগ রানা নামে এক শিক্ষার্থী বাংলাদেশ কারিগারি শিক্ষাবোর্ডের মেধাবৃত্তি পেয়েছেন। তার জন্মস্থান মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামে। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ কারিগারি শিক্ষাবোর্ড কর্তৃক পাঁচ হাজার টাকার চেক  এবং একটি সনদপত্র অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
এ ব্যাপারে ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ সংযুক্ত সাধারণ শাখা ও এস,এস,সি (ভোকঃ) এর অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন প্রামানিক বলেন, দেশের দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। যে দেশ কারিগরি শিক্ষায় যত বেশি দক্ষ, সেই দেশ তত উন্নত। তাই মেধার স্বীকৃতি ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষে প্রথমবারের মতো কারিগরি শিক্ষাবোর্ড এই বৃত্তি চালু করেছে। এর ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও বেশি আগ্রহী ও মনোযোগী হয়ে উঠবে।
উল্লেখ্য,পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড। এর মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের বিজনেস ম্যানেজমেন্ট শাখার এক শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরো খবর