ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

ফাইনালে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন সৌরভ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১  

টানা পাঁচ ম্যাচ জিতে এখন তারা ফাইনালে। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর অনেক কিংবদন্তির মুখেই ঝরছে কিউই বন্দনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিউজিল্যান্ড চলতি বছর দুটো আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। জুনে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী মৌসুমের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল সম্পর্কে সৌরভ বলেন, ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল, যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ ছিল। তবে নিউজিল্যান্ড ক্রিকেটের এখন অন্যতম পরাশক্তি। সময়টা তাদের খুব ভালো যাচ্ছে। ছোট্ট দেশ হলেও তাদের অনেক তারকা ক্রিকেটার রয়েছে। টিভিতে যতটুকু দেখা যায়, মাঠে তাদের সাহস আরও বেশি।‘

সৌরভ কথা বলেছেন তার দেশের এবারের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েও। বিসিসিআই সভাপতি বলেছেন, ‘দল নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল। তাও সমর্থকরা যে তাদের পাশে থেকেছেন এটাই অনেক। তারা বুঝতে পেরেছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ- এরাও মানুষ। আশা করি, পরের বিশ্বকাপে ভারত ভালোভাবে কামব্যাক করবে।‘

এই বিভাগের আরো খবর