শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৫

ধানমণ্ডিতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

ধানমণ্ডিতে ১০ তলা ভবন থেকে নিচে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আরনাজ আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদের মেয়ে। 

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী জানান, ধানমণ্ডির ১৫/এ নম্বর রোডের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত আরনাজ। বৃহস্পতিবার রাত দুটার দিকে দশ তলা ভবনের ছাদে গিয়েছিল আরনাজ। ছাদ থেকে নিচে পড়ে মারা যান তিনি। 

ওসি বলেন, এটা আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

রমনা বিভাগের ধানমণ্ডি জোনের এডিসি আবদুল হেল কাফি যুগান্তরকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই তরুণীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলে তারাও তার মৃত্যু সম্পর্কে মুখ খোলেননি। 

এই বিভাগের আরো খবর