রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮৬

তাপস কথার রাজনীতি করে না, কাজের রাজনীতি করে - পরশ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

 

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘তাপস কখনও কথার রাজনীতি করে না, কাজের রাজনীতি করে। যারা ঢাকা-১০ আসনে বসবাস করেন-তাঁরা সেটা জানেন। সিটি নির্বাচনেও সে যেসব পরিকল্পনা করেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবে, এটা আমি জানি।’

আজ মঙ্গলবার আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব কথা বলেন শেখ ফজলে শামস। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ওই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘তাপস কখনও নিয়মের বাইরে যায়নি, আগামীতে যাবে না। তাপস নির্বাচিত হলে ঢাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে।’

ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘এটা শুধু মামুলি নির্বাচন নয়, রাজনৈতিক যুদ্ধ। যদিও আমরা লক্ষ্য করছি বিএনপি এরই মধ্যে পরাজয় বরণ করেছে। ভোটের আগে তারা বলে বেড়াচ্ছে কারচুপি ও ইভিএমের কথা বলছে। কারণ তারা জানে তারা নিশ্চিত পরাজয় বরণ করবে। তাই তাদের সেই পরাজয়কে জাস্টিফাই করার জন্য আগে থেকে অগ্রিম বলে বেড়াচ্ছে।’

এ সময় ভোটারদের মন জয় করে তাপসের পক্ষে ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।  

সভায় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল।

এই বিভাগের আরো খবর