শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৩

র‌্যাব-৫ কর্তৃক ৭৩৫ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১৪:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া মোড় সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৭৩৫ (সাতশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ আবু জাফর সহিদ (৩০) (মূলহোতা), পিতা-মোঃ জারজিস আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-হড়গ্রাম মুন্সিপাড়া, ২। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা-মোঃ আবু তালেব, মাতা-মোছাঃ আশরাফুন খাতুন, সাং-নগর পাড়া, উভয় থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহীদ্বয় কে  হাতেনাতে গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র। সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইয়াবার চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বহনের সময় ক্যাম্পের আভিযানিক তাদের বর্নিত এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বেও মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।  

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর