ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৩

জমিদার রাজেন্দ্র বাবুর বাড়ি সংরক্ষণের দাবীতে বিশাল মানববন্ধন

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

ফরিদপুর জেলার সদরপুরের ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবীতে জেলার ৩৪ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী একসাথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২ টায় প্রথমধাপে জমিদার বাড়ির সামনে ও দুপুর ২ টায় দ্বিতীয় ধাপে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  হাজার হাজার এলাকাবাসী ও সমাজ উন্নয়ন মূলক সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।এ সময় বক্তারা বাইশরশি জমিদার বাড়িটিকে সংস্কার ও সংরক্ষন  করে বাড়িটি প্রত্নতাত্তিক,ইতিহাস ও গবেষনার কেন্দ্র  হিসেবে ঘোষণা এবং সরকারি সম্পদ হিসেবে ঘোষনা করার দাবী জানান।

এ সময় সংগঠনগুলো মানববন্ধন থেকে গণস্বাক্ষর নিয়ে জমিদার বাড়িটি রক্ষার দাবীতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাইশরশি জমিদার বাড়িটি দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিভিন্ন ক্ষমতাশালীরা এই বাড়ির বিভিন্ন সম্পদ নিয়ে যাচ্ছে।বাড়িটি ভেঙ্গে ফেলার পায়তারা চলছে। যদি এটি সুষ্ঠভাবে সংস্কার ও সংরক্ষন না করা হয় তাহলে এটি বিলুপ্ত হয়ে যাবে।তাই এই বাড়িটি সংরক্ষন জরুরী।

উল্লেখ্য বাইশরশি জমিদার বাড়িটি ফরিদপুরের জমিদার,সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা ও সমাজ সংস্কারক রাজেন্দ্র চরন মজুমদার এর স্মৃতি বিজরিত বাড়ি ।তার বংশধর শেষ জমিদার বাবু শুকুমার রায় চৌধুরী ১৯৭১ সালে আত্মহত্যা করার পর জমিদার বাড়ির লোকজন চলে যায়। এরপর থেকে বাড়িটি শূণ্য পরে আছে।

বাইশরশি জমিদার বাড়িটি একটা ঐতিহাসিক স্থাপনা এটাকে সংস্কার করা হলে ফরিদপুর বাসী ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে।এছাড়াও সোমবার রাতে জমিদার বাড়িতে অবস্থান ও মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর