ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সূচি প্রকাশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই ও নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা রুটিন অনুযায়ী, জুলাই ও নভেম্বর ২০২২ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা শুরু হবে আগামী ২২ নভেম্বর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। জুলাই ২০২২ এর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আর নভেম্বর ২০২২ সেশনের দ্বিতীয় প্রফেশনাল সাপ্লিমেন্টারি পরীক্ষা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কমিউনিটি মেডিসিন এবং রোববার (২৭ নভেম্বর) ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি অনুষ্ঠিত হবে।

নভেম্বর ২০২২ এর তৃতীয় প্রফেশনাল লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। জুলাই ও নভেম্বর ২০২২ এর চূড়ান্ত প্রফেশনাল লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

এতে আরও জানানো হয়, প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

এই বিভাগের আরো খবর