সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৫

মাত্র ১১ টাকায় পাপ মুক্তির গ্যারান্টি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

চাইলে কতো কিছুই না হয়! সবকিছুতেই গ্যারান্টি আর ওয়ারেন্টির চল। তাই এবার সার্টিফিকেট দিয়েই পাপ মুক্তির গ্যারান্টি দেওয়া হচ্ছে। মানে আপনার কোনও পাপ নেই, আপনি মহাপূণ্যবান।

মাত্র ১১ টাকা। আর তাতেই আপনার সারাজীবনের পাপ ধুয়ে মুছে যাবে। ভারতের রাজস্থানের গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থে এভাবেই একজনের পাপ মুক্তি ঘটতে পারে। মন্দিরের লাগোয়া মন্দাকিনি কুন্ডে (পুকুরে) এর জন্য আপনাকে একটা ডুব দিয়ে আসতে হবে।

আপনার কাছে যে ১১ টাকা নেওয়া হবে তার মধ্যে ১ টাকা পুরোহিতের। বাকি ১০ টাকায় হবে পাপ মুক্তি ক্রিয়া-কর্ম। এমনকী পাপ মুক্তির ক্রিয়া-কর্ম সমাধা হলে আপনাকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে মন্দিরের পক্ষ থেকে।

প্রতি বছর মে মাসে এখানে মেলা বসে। সেসময় লাখ লাখ মানুষ আসেন পাপ মুক্তি ঘটাতে। আর অধিকাংশ মানুষই মন্দাকিনী কুণ্ডে স্নান করে ১১ টাকা দিয়ে পাপ মুক্তির সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরেন।

এই বিভাগের আরো খবর