মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪২

ভারতে মারা গেলেন ‘হাসিনা বেগম’

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও এসআইআর (স্ট্রাকচার্ড ইনভেস্টিগেশন রিপোর্ট) আতঙ্কে প্রাণ হারানোর অভিযোগ উঠেছে। এবার মৃতের নাম হাসিনা বেগম (৬০)। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি এলাকায়। এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, মৃত হাসিনা বেগম ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হলেও সম্প্রতি মেয়ের সঙ্গে ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি এলাকাজুড়ে এসআইআর নিয়ে প্রচার ও বৈঠকের পর তিনি জানতে পারেন, ২০০২ সালের ভোটার তালিকায় কোনো কারণে তাঁর নাম নেই। এরপর থেকেই তিনি প্রচণ্ড মানসিক চাপে ভুগতে থাকেন।

 

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার খবর তাঁকে ভীষণভাবে আঘাত করে। অতিরিক্ত উদ্বেগ ও আতঙ্কে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এ ঘটনায় বলেন, “এসআইআর নিয়ে বিজেপি এক ভয় ও বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি করেছে। সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। কেউ আত্মহত্যা করছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। এটা একেবারেই মানবিক সঙ্কট।”

 

ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার খবর জানার পর থেকেই হাসিনা বেগম মানসিক চাপে ছিলেন। এই আতঙ্কেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর