মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

ফিটনেস ও লাইসেন্স বেসরকারিকরণ থেকে বিরত থাকার আহ্বান: সাখাওয়াত

মো: সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আজ ২৮ অক্টোবর ২০২৫ইং রোজ মঙ্গলবার বেলা ২.০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ’ এর উদ্যোগে জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন। ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ভিপি রুহুল আমিন মুন্সীর সভাপতিত্বে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. আব্দুল জাব্বার মিয়া ও ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.এ.এম ফয়েজ হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাবেক ডিডি (সিলেট) শহীদুল আজম, মোশাররফ হোসেন মন্টু, বাচ্চু ভুইয়া, বাদল আহমেদ, মুহঃ শাহ আলম, মো. রফিকুল ইসলাম, কামাল আহমেদ, শামসুল আলম, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম স্বপন, শহীদুল ইসলাম, নুর মোর্শেদ, মোতালেব শরীফ, হাফিজুল ইসলাম, জুয়েল মালতীয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি অন্তরায়। বেসরকারীকরণ হলে সড়ক পরিবহন সেক্টরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। কাজেই সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দূর্ঘটনায় আহত/নিহতের সংখ্যা কমিয়ে আনা, সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিআরটিএ’র সক্ষমতা বাড়ানোই হবে একমাত্র সমাধান। 

বেসরকারী সংস্থার নিকট ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স এর দ্বায়িত্ব দেওয়া হইতে সরকার বিরত না হলে তবে পরিবহন সেক্টরের সকল ধরনের পরিবহনের মালিক ও শ্রমিকদের আন্দোলন সরকারকে উক্ত মালিক শ্রমিক বিরোধী কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হবে।

এই বিভাগের আরো খবর