মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিচালকদের সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা উভয়ই বাড়ানো হবে।

 

বিসিবির নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে বাড়িয়ে ৫০ ডলার করা হয়েছে।

 

নতুন চুক্তি অনুযায়ী, **‘এ’ ক্যাটাগরির** ক্রিকেটারদের বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে **১ লাখ ৮০ হাজার টাকা** করা হয়েছে।

**‘বি’ ক্যাটাগরিতে** বেতন বেড়ে দাঁড়িয়েছে **১ লাখ ৩৫ হাজার টাকা** (আগে ছিল ১ লাখ টাকা)।
**‘সি’ ক্যাটাগরিতে** ৭০ হাজার থেকে বেড়ে হয়েছে **৯৫ হাজার টাকা**,

আর **‘ডি’ ক্যাটাগরিতে** ৬০ হাজার থেকে বেড়ে হয়েছে **৮০ হাজার টাকা**।

 

এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে অতিরিক্ত **৩০ হাজার** ও **২০ হাজার টাকা** পাবেন।

 

‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার।
‘বি’ ক্যাটাগরিতে ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার,
আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

 

চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেলে মাসে **৬০ হাজার টাকা বেতন** পাবেন।
 

 

এই বিভাগের আরো খবর