মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

পিছিয়ে গেল আলিয়ার ‘আলফা’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

ইয়াশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি **‘আলফা’**-র মুক্তি পিছিয়ে গেছে। প্রযোজনা সংস্থাটি জানিয়েছে, ছবিটি এখন মুক্তি পাবে **২০২৬ সালের ১৭ এপ্রিল**।

 

ওয়াইআরএফের পক্ষ থেকে জানানো হয়, ছবির **ভিএফএক্সের কাজ শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন**, যাতে দর্শকদের সামনে সর্বোচ্চ মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপস্থাপন করা যায়। ছবিতে অভিনয় করেছেন **আলিয়া ভাট, শর্বরি ওয়াঘ, অনিল কাপুর ও ববি দেওল।**

 

অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমায় আলিয়া ও শর্বরি মুখোমুখি হবেন ববির সঙ্গে এক তীব্র সংঘর্ষে। এটি **ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের অংশ**, যেখানে আগেই যুক্ত আছেন বলিউডের শীর্ষ তারকারা।

 

ওয়াইআরএফের মুখপাত্র বলেন, “**‘আলফা’ আমাদের জন্য বিশেষ একটি প্রকল্প।** আমরা চাই ছবিটি দর্শকদের জন্য অনন্য এক থিয়েট্রিকাল অভিজ্ঞতা হোক, তাই সময় নিচ্ছি গুণগত মান নিশ্চিত করতে।”

 

শিভ রাওয়ালি পরিচালিত এই সিনেমায় আলিয়া ভাটকে দেখা যাবে একদম নতুন অ্যাকশন অবতারে। এটি হবে ভারতের **প্রথম নারী নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ অ্যাকশন চলচ্চিত্র**, যেখানে আলিয়া ও শর্বরি বড় পর্দায় দেখাবেন অভূতপূর্ব স্টান্ট ও অ্যাকশন দৃশ্য।
 

 

এই বিভাগের আরো খবর