বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

ইবতেদায়ি শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের টিয়ারশেল ও জলকামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে যাত্রা করা শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সচিবালয়ের দিকে মিছিল শুরু করেন।

 

মিছিলটি প্রেস ক্লাব এলাকা অতিক্রম করে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষক ও পুলিশের মধ্যে তীব্র ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে।

 

লালমনিরহাটের হাতিবান্ধা থেকে আসা শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে যাচ্ছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। সাউন্ড গ্রেনেড, জলকামান সবকিছুই ব্যবহার করা হয়েছে। এটা শিক্ষকদের প্রতি অপমানজনক আচরণ।”

 

জয়পুরহাটের শিক্ষক আব্দুল খালেক বলেন, “সরকার চাইলেই আজই আমাদের ইবতেদায়ি শিক্ষা জাতীয়করণ করতে পারে। কিন্তু তারা ইচ্ছে করে দেরি করছে। আগে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।”

 

শিক্ষকরা অভিযোগ করেন, তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হচ্ছে। অনেকে ভুখা অবস্থায় আন্দোলনে অংশ নিয়েছেন। তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

এই ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

এই বিভাগের আরো খবর