বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

নোসাবে উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব বিকাশ ও একাডেমিক উন্নয়নের লক্ষ্যে গঠিত সংগঠন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব)-এর উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ

 

নোসাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন বলেন,

“অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ স্যারের যুক্ত হওয়া আমাদের সংগঠনের জন্য অনন্য এক প্রাপ্তি। তিনি শুধু একজন শিক্ষাবিদ নন, বরং একজন অনুপ্রেরণার প্রতীক, যিনি নৈতিকতা, শিক্ষা ও নেতৃত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা বিশ্বাস করি, তাঁর তত্ত্বাবধান ও অভিজ্ঞতার আলোকে নোসাব আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব রূপে বিকশিত হবে।

 

আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে শিক্ষার্থীরা শুধু নিজেদের অধিকার নিয়ে নয়, বরং সমাজ, শিক্ষা ও মানবিকতার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। ড. কালাম স্যারের পরামর্শ আমাদের নীতিমালা ও কার্যক্রমে একটি গভীর দিকনির্দেশনা দেবে।”

 

অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলেন,

“নোসাব এমন একটি সংগঠন যা তরুণ প্রজন্মকে শুধু দাবি তুলতে শেখাবে না, বরং দায়িত্ব নিতে শেখাবে। আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গর্বিত, কারণ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে।

 

আমি চাই নোসাব হোক শিক্ষার্থীদের চিন্তা, কাজ ও আদর্শের এক মিলনমঞ্চ–যেখানে তারা নিজেদের যোগ্যতা, সততা ও নেতৃত্ব দিয়ে দেশের ভবিষ্যৎ গড়বে।

 

এই প্রজন্মের তারুণ্যের শক্তি যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে বাংলাদেশ শিক্ষা, মানবিকতা ও সামাজিক অগ্রগতির নতুন অধ্যায়ে প্রবেশ করবে।”

 

এ বিষয়ে নোসাবের প্রতিষ্ঠাতা ও  কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন বলেন,

“অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ স্যারের মতো অভিজ্ঞ শিক্ষাবিদের দিকনির্দেশনা আমাদের সংগঠনের জন্য এক আশীর্বাদ। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধান, নেতৃত্ব বিকাশ এবং একাডেমিক উন্নয়নে এখন আরও বাস্তবমুখী পরিকল্পনা হাতে নিতে পারবো।”

 

নোসাবের কেন্দ্রীয় নেতারা জানান, সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একাডেমিক উন্নয়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, সামাজিক উদ্যোগ ও উদ্যোক্তা কর্মসূচি হাতে নিচ্ছে। অধ্যাপক কালাম স্যারের সম্পৃক্ততা এই কর্মসূচিগুলোকে আরও শক্ত ভিত্তি দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নোসাবের মূলমন্ত্র “একতা, শিক্ষা এবং উন্নয়ন” – এই চেতনায় সংগঠনটি সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠতে চায়।

এই বিভাগের আরো খবর