সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

প্রাণ বাঁচাতে লোকালয়ে হরিণ, কুকুরের কামড়ে মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২১  

প্রাণ বাঁচাতে লোকালয়ে ছুটে এসেছিল সুন্দরবনের হরিণটি। কিন্তু কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে এসে প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিণঘাটা বিট কর্মকর্তা গোলাম কাওসার জানান, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমায় জোয়ারের পানি থেকে বাঁচতে বুধবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে ঢুকে পড়ে। সেখান থেকে হরিণটিকে উদ্ধার করার আগেই দুটি কুকুরের কামড়ে হরিণটি জখম হয়। পরে এটিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা পশু সম্প্রসারণ অধিদপ্তর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

পাথরঘাটা উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. অরবিন্দ দাস জানান, হরিণটি শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হরিণটি মারা গেছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর