সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

নীলফামারীতে নদীর গতিপথ পরিবর্তন করল স্থানীয় প্রভাবশালী

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৩ মে ২০২১  

নীলফামারী সদর উপজেলার বামনডাংগা নদীর গতিপথ পরিবর্তন করার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।  শনিবার (২২ মে) বিকেলে সদর উপজেলার মাষ্টার পাড়ার ও উকিল পাড়ার মাঝ খান দিয়ে বয়ে যাওয়া বামনডাংগা নদীর গতিপথ পরিবর্তন করাকে কেন্দ্র করে বিক্ষোভ করে এলাকাবাসী। 

এলাকাবাসী জানান, নদীটি সোজা ধারায় দীর্ঘদিন থেকে প্রবাহিত হয়ে আসছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নদী খনন প্রকল্পের আওতায় এই নদীটির খনন কার্য শুরু হয়েছে।  কিন্তু নদী খননকারি প্রতিষ্ঠান সোজা ধারায় নদী খনন না করে নদীটি মাষ্টার পাড়ার প্রবেশমুখে ব্রিজের কাছে একটি বাক তৈরি করছে । যার ফলে মাষ্টার  পাড়ার সাথে শহরের ভিতরে যাতায়াতের প্রধান ব্রিজটি ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। এছাড়া নদীর পাশে অবস্থিত বাড়ীঘর হুমকির মুখে রয়েছে।

এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় প্রভাবশালীর কথামতো নদী খননের কাজ করতেছে। যাতে করে প্রভাবশালীর জমি বাচিয়ে অন্যের জমি দিয়ে নদী প্রবাহিত হয়। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নদীর মূল যায়গা দিয়ে নদী খনন না করে অন্যের জমির উপর দিয়ে জমি নদী খনন করে নদীর বাক তৈরি করছে। যার ফলে আশেপাশের স্থাপনা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওই এলাকার বাসিন্দা ও মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক বলেন, আমি ১৯৬৮ সাল থেকে এই এলাকায় বসবাস করি। সেই থেকে আমি দেখে আসছি এই নদী সোজা তার গতিপথে সরল রেখায় প্রবাহিত হচ্ছে। কিন্তু আমি বুঝতেছি না খনন কারিরা এই সোজা নদীটি আকাবাকা করে কেনো খনন করছে। 

অপর এক বাসিন্দা কাজী সাইফুল্লাহ বলেন, নদীটির এই গতিপথ পরিবর্তনের নদীর যে বাধটা আছে সেটি বেশি দিন থাকবে না । যার ফলে নদীটির বাধ ভেঙ্গে আশের পাশের মানুষের বাড়ীর স্থাপনা ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওই এলাকার মোস্তাফিজার রহমান দুলাল বলেন, জন্ম থেকেই দেখে আসছি এই নদীর পানি সোজাভাবে আসছে। এমনকি গতবারেও সোজা করে নদী খনন করা হয়েছে। এবার কি হলো বুঝলাম না সোজা নদী বাকা হয়ে গেল। সোজা নদী বাকার করার কারণে বাকটি সৃষ্টি হলো সেটির কারণে পানির মূল ধারাটি গিয়ে রাস্তার পাশের ব্রিজের সাইডে গিয়ে আঘাত করবে। যার কারণে ব্রিজটি ধসে যাবে। এমনকি আশের পাশের স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। আর নদীর এই গতিপথ পরিবর্তন করিয়েছে স্থানীয় প্রভাবশালী ।

এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান বলেন, এই বামনডাঙ্গা নদীর নির্দিষ্ট কোনো ম্যাপ নেই। আর নদীটির পুরোটা খনন করা হচ্ছে না। যেখানে যেখানে নদীটি মাটি দিয়ে ভরাট হয়েছে সেখানে সেখানে খনন করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর