সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

দেওয়ানগঞ্জে ‘কাজ’ প্রকল্পের গরু বিতরণ কার্যক্রম অব্যাহত

শারমিন আক্তার, জামালপুর

প্রকাশিত: ১ জুন ২০২১  

শেখ হাসিনার উপহার হতদরিদ্রদের মাঝে গরু বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন জামালপুর-৩ আসনের এমপি আলহাজ্ব মির্জা আজম। বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্যে ‘কাজ’ প্রকল্পের আওতাভুক্ত গরু বিতরণ কর্মসূচী অন্যতম। আজ (০১ জুন) পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া কর্তৃক বাস্তবায়নাধীন কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের (কাজ প্রকল্প) আওতায় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ও চুকাইবাড়ী ইউনিয়নের ৬ টি ওয়ার্ডে মোট ১৯২ জন হতদরিদ্র সুফলভোগীর মাঝে গরু বিতরণ করা হয়। 

গরু বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক জনাব মোঃ জাহেদুল হক চৌধুরী, উপ-প্রকল্প পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ, দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইউনুস আলী, ৭ নং চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান জনাব সেলিম খান, ভ্যাটেনারি সার্জন ডা. আতিক, মোঃ মোজাম্মেল হক,ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক,সহ উপজেলা পরিষদ ও কাজ প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরো খবর