সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৪

জৈন্তাপুর চারিকাটায় দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

সিলেট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে ২০২১  

সিলেটের জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জনাব গোলাম দস্তগীর এর নির্দেশনায়- ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক এর তত্ত্বাবধানে গতকাল রাত সাড়ে ৯ টায় সময় জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে (৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত সরুখেল পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৪০ পিচ ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতার কৃর্ত আসামীরা হলেন মোঃ আমিনুল ইসলাম (৩৮), পিতা-মৃত লুৎফুর রহমান, সাং-মানিকপাড়া (২)মো. রেজওয়ান আহমেদ (২১), পিতা-আব্দুল হান্নান, সাং-ভিত্রিখেল পূর্ব, উভয়থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট

ঘটনাস্থল-জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত সরুখেল পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে

আসামীদের সাথে থাকা আলামত- ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাইমদ সহ আটক করা হয়েছে। 

আটককৃত আসামীদের কাছ থেকে  ২৪০ (দুইশত চল্লিশ) পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম করে মোট ওজন (২৪০ টি ০.১)= ২৪ (চব্বিশ) গ্রাম।  

এবং আটককৃত অনটেষ্ট সিএনজি গাড়ি যাহার পিছনে রেজওয়ান এন্ড রায়হান এক্সপ্রেস মা বাবার দোয়া লেখা গাড়িটির ভিতর  ০২ টি স্পোর্টস ব্যাগে রক্ষিত ০৫ লিটারি প্লাস্টিকের বোতল ০৪টি এবং ০২টি বাজারে শপিং ব্যাগে রক্ষিত ০২ লিটারি প্লাস্টিকের বোতল ০৫টি সর্বমোট ০৯ টি প্লাস্টিকের বোতলে রক্ষিত ৩০ (ত্রিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম দস্তগীর এর দিকনির্দেশনায় - ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক এর তত্ত্বাবধানে- অভিযানে নেতৃত্ব দেন, জৈন্তাপুর মডেল থানার এসআই পার্থ রন্জন চক্রবর্তী, এএসআই দীপক সহ সঙ্গীয় ফোর্স। 

এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম দস্তগীর এর সাথে আলাপ কালে তিনি,বলেন জৈন্তাপুর কে মাদকমুক্ত করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে এবং দ্রুত আসামিদের আজ সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, এবং মাদকের ব্যাপারে যে কোন তথ্য দিতে জৈন্তাপুরের জনসাধারণের প্রতি আহবান জানান।

এই বিভাগের আরো খবর