বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭০

জবির রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ শোয়াইব, জবি

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

মুজিব শতবর্ষে মানবতার পরশে, আসুন দাঁড়াই শীতার্তদের পাশে স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে রোভার স্কাউট লিডার মো. আবু লায়েক, রোভার ইন কাউন্সিলের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর