শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২১ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

স্বাধীনতা দিবসে নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ হবে: পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক | ফাইল ছবি

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী মহাখালীতে বিএএফ শাহীন হলে রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হবে নিজেদের তৈরি রকেট। স্বাধীনতা দিবসে ময়মনসিংহের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের তৈরি করা রকেট ওড়ানো হবে।

এবারের প্রতিযোগিতায় ১২৪ জনকে পেছনে ফেলা যৌথভাবে সেরা নির্বাচিত হন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া অপর বিজয়ী জাদুল হককে দেয়া হয়েছে এক কোটি টাকা।

এই বিভাগের আরো খবর