বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৩

উত্তর বঙ্গে শীতার্তদের পাশে আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন

তরুণকন্ঠ রিপোর্ট :

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪  

মানুষ মানুষের জন্য। মানবতার সেবার মাধ্যমেই সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

এই মহান নীতি কে সামনে রেখে মানবতার কল্যানে প্রতিষ্ঠিত  স্বেচ্ছাসেবি সমাজ কল্যান সংস্থা  আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন দেশের উত্তর পশ্চিম এলাকার জেলা পঞ্চগড়, ঠাকুর গাঁও ও রংপুর  জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক দরিদ্র শীতার্ত মানুষদের উপহার সামগ্রী হিসেবে কম্বল বিতরন করার উদ্দেশ্যে আজ ভোরে আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশনের পক্ষে একটি টিম পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। 


শীতবস্র বিতরন কর্মসূচী বাস্ত বায়ন সম্পর্কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সালামত উল্লাহ বলেন, আমরা  কেবল আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনের জন্য এবং মানুষের হক আদায়ের চেষ্টা করছি মাত্র।   আসলে সমাজে বিদ্যমান ধনীদের উপর গরীব এর প্রয়োজনে  যে হক বিষয়ে মহান আল্লাহ র যে নির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন করাই আমাদের ফাউন্ডেশনের মুল কাজ। আর্ত মানবতার সেবায় আমরা সাধ্যমত যে দান অনুূান ব্যয় করে থাকি তা আমাদের পারিবারিক ভাবে গঠিত একটি ফাউন্ডেশন। আমরা আজকে উত্তর বংগের  তিনটি জেলার শীতার্ত মানুষের মধ্যে  বিতরণের জন্য  দশ হাজার কম্বল নিয়ে আমাদের একটি টিম ঢাকা ত্যাগ করেছেন। তিনি আর-ও বলেন, ইতিপূর্বে   দেশের পূর্বান্চলে ভয়াবহ বন্যার্তদের মাঝেও মোট  দশটি উপজেলার  প্রত্যান্ত এলাকায় দশ সহস্রাধিক বানভাসী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছি। পরবর্তীতে শের পুরের বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত গৃহ হীনদের বিশটি গৃহ নির্মান করে দিয়েছে আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন। 


তা ছাড়া ও ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি ঈদে  কয়েক শত দরিদ্র মানুষের মোবাইল নাম্বার এর মাধ্যমে নগদ টাকা প্রদান করে তাঁদের  উতসব পালনে অংশগ্রহণ করে থাকে আল মদিনা খাইরিয়াহ্ ফাউন্ডেশন। মানব সেবায় ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হলো একটি লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স ও আরেকটি  অসুস্থ রোগীবাহী এসি এ্যাম্বুলেন্স। উভয়টাই গরীবদেরকে বিনামূল্যে সেবা দিয়ে থাকে বলে জানাযায়।

এই বিভাগের আরো খবর