সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৪

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় মিনেজ পাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির  মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।  

সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা ট্রেনের চালক আমাদের জানায় স্টেশনের কিছু দুর আগেই একটি মরদেহ পড়ে আছে। পরে মিনেজপাড়া নামক স্থানে গিয়ে মাথা থেকে দেহ আলাদা অবস্থায় পাওয়া যায়।

 

হয়তো রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

তারা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্টেশন মাস্টার।

এই বিভাগের আরো খবর