শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৫

চাঁপাইনবাবগঞ্জে ডিপিএইচই এর কর্মচারীদের বিদায় ও বরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা ও উপজেলার ৪জন কর্মচারীর বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দফতরটির নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার।
দফতরটির প্রাক্কলনিক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দফতরটির ভোলাহাট উপজেলার সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা, নাচোল উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, গোমস্তাপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, শিবগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল আকতার প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায় প্রদান করা হয় দফতরটির সদর উপজেলার মেকানিক মো. আবুল আহসান, বদলি জনিত বিদায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল বারী, বদলিজনিত বিদায় ক্যাশিয়ার মো. শফিকুল  ইসলাম এবং আগমন উপলক্ষে ক্যাশিয়ার মো. অহিদুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এই বিভাগের আরো খবর