রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম পৌরসভা ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ এর উপস্থিতিতে ৪নং ওয়ার্ড যুবদলের পাড়া কমিটি ও দলের সিনিয়র নেতৃবৃন্দদে উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক  আবুল হাসেম মানু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, আবু বকর ছিদ্দিক মিল্টন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকলেছুর রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শামছুল হক শামু, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, আবুল কাশেম, রাসেল আহমেদ, সাহেদ সাম্স,সোহাগ সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাহমুদুর রহমান সোহেল।

সভায় বক্তারা বলেন, যুবদল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং কুমিল্লা ৯- লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আবুল কালাম সাহেব এর হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ।

এই বিভাগের আরো খবর