বুধবার   ১৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ৩০ ১৪৩২   ২২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫  

জুলাই মাসে স্বাক্ষরের জন্য তৈরি জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিভেদ তৈরি হওয়ায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আজ (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।

 

এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

 

ছয় সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার সনদে স্বাক্ষরের দিন নির্ধারিত থাকলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। বিশেষ করে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতভিন্নতা রয়েছে।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল রাতে কমিশনের সঙ্গে বৈঠকে কঠোর অবস্থান জানিয়েছে। সংবিধান সংস্কারের বিষয়ে নতুনভাবে আলোচনা শুরু না হলে সনদে সই করবে না দলটি।

 

জামায়াতে ইসলামী এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। দলটির একজন নেতা বলেন, “গরমিল থাকলে আমরা জানাব। যতটুকুতে দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, সেগুলো যদি সনদে থাকে, আমরা সই করব। তবে সনদ নিয়ে নানামুখী অপতৎপরতা চলছে।”

 

বামপন্থী কিছু দলও সনদে সই না করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে ধারা যুক্ত করার প্রস্তাব করলেও কমিশন তা গ্রহণ করেনি।

 

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলগুলো সনদে সই করবে কি না জানা যাবে এবং প্রয়োজনে বাস্তবায়নের উপায় নিয়ে পুনরায় আলোচনার সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকটি সরাসরি সম্প্রচার হবে বিটিভি নিউজ।

এই বিভাগের আরো খবর