সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

কাল থেকেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের ঘোষিত কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন এবং মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

তবে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এই বিভাগের আরো খবর