শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৪ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আলিম উল্লাহ খোকনের জন্মদিন আজ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫  

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে আধুনিকতার সূচনা যাঁর হাত ধরে, সেই জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিম উল্লাহ খোকন আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। বাংলা চলচ্চিত্রের প্রযোজনা, বিপণন ও মানোন্নয়নে তাঁর অবদান আজ শিল্পের প্রতিটি স্তরে প্রশংসিত।

 

মোহাম্মদ আলিম উল্লাহ খোকন শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি বাংলা চলচ্চিত্র অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সংগঠকও। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির নির্বাচিত কর্মকর্তা হিসেবে তাঁর তৎপরতা শিল্পকে আরও গতিশীল করেছে।

 

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি তরুণ প্রযোজকদের অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশীয় সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁর নেতৃত্বে জাজ এনেছে নতুন প্রযুক্তি, আধুনিক ধারণা এবং সৃষ্টিশীলতার নতুন দিগন্ত।

 

জন্মদিনে চলচ্চিত্র অঙ্গনের নির্মাতা, শিল্পী ও প্রযোজকরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন এই স্বপ্নদ্রষ্টাকে। অনেকেই লিখেছেন–বাংলা সিনেমার মানোন্নয়নের পেছনে অন্যতম চালিকা শক্তি আলিম উল্লাহ খোকন।

 

তরুণ প্রজন্মের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম, যিনি বিশ্বাস করেন–সিনেমা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির সংস্কৃতির প্রতিচ্ছবি।

এই বিভাগের আরো খবর