বুধবার   ১৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ৩০ ১৪৩২   ২২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে শাহবাগে উত্তাল বেসরকারি শিক্ষকরা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫  

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। তারা ঘোষণা দিয়েছেন, **দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

 

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা **শাহবাগ মোড়ে অবরোধ (ব্লকেড)** শুরু করেন। এতে শাহবাগের চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় সৃষ্টি হয় যানজট।

এর আগে সকাল থেকেই **কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি** পালন করেন শিক্ষকরা। গতকাল বিকেলে তারা ‘**মার্চ টু সচিবালয়**’ কর্মসূচিও পালন করেন।

 

শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে **২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত** তারা শ্রেণিকক্ষে প্রবেশ করবেন না।

এর আগে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলাকালে পুলিশের **সাউন্ড গ্রেনেড ও বলপ্রয়োগের ঘটনার প্রতিবাদে** সোমবার সকাল থেকেই সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে সারাদেশে স্কুল–কলেজের ক্লাস কার্যক্রম কার্যত **স্থবির হয়ে পড়েছে।**

 

আন্দোলনরত শিক্ষকরা সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধির হারকে ‘**অপর্যাপ্ত ও অবাস্তব**’ আখ্যা দিয়ে **সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি** জানিয়েছেন।

 

রোববার ও সোমবার রাতভর শিক্ষকরা **কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান** করেন। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে রেখে রাত কাটান। তাদের একটাই ঘোষণা— **প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

 

এদিকে সারাদেশে কর্মবিরতিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও **শ্রেণিকক্ষে প্রবেশ না করে শিক্ষক লাউঞ্জ ও অফিসকক্ষে অবস্থান কর্মসূচি** পালন করছেন।

 

বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা **সামাজিক যোগাযোগমাধ্যমে সংহতি জানিয়ে পোস্ট দিচ্ছেন**, ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের প্রতি একাত্মতা প্রকাশ করে।
 

এই বিভাগের আরো খবর