বুধবার   ১৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ৩০ ১৪৩২   ২২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দল, বিশ্বাস আইন উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫  

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেছেন, জুলাই মাসে সকল রাজনৈতিক দল সনদে সই করবে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান।

 

জুলাই সনদে সই সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন, তা বিবেচনা করলে তারা জুলাই সনদে সই করবে। কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে। মূল মতভেদ হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই। আমি বিশ্বাস করি, এখানে সবাই সাইন করবে।”

 

তিনি আরো জানান, “যখনই কোনো অন্তর্বর্তী সরকার আসে, তখনই নির্বাচন নিয়ে শঙ্কা থাকে। আমাদের সরকারের পক্ষ থেকে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয় কোনো চিন্তা আমরা আলোচনা করি না।”

এই বিভাগের আরো খবর