শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৪ ১৪৩২   ১৭ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

নাইজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫  

দুই বছর আগের হারের মধুর প্রতিশোধ নিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। চিলিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। এই জয়ে ১৪ বছর পর আবারও যুবাদের বিশ্বকাপের শেষ আটে উঠল আর্জেন্টিনা। সর্বশেষ এই প্রতিযোগিতায় তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে।

বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলেহো সারকোর গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহের কারিজো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার পরাশক্তিরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন কারিজো। এরপর ৬৬ মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন। এই দাপুটে জয়ে ২০২৩ সালের আসরে নাইজেরিয়ার কাছে হারের প্রতিশোধও নেওয়া হলো আর্জেন্টিনার।

দিনের অন্যান্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে কলম্বিয়া, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে নরওয়ে এবং জাপানকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্সও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

আগামী ১২ অক্টোবর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল মেক্সিকোর।

এই বিভাগের আরো খবর