বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

চাঁপাইনবাবগঞ্জ-১: নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কার্যক্রম অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫  

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম চলমান রয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ উজ্জল মাহমুদ এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলায় এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


শিবগঞ্জ উপজেলার কানসাট, সোনামসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় দেয়াললিখন ও পোস্টার অপসারণসহ আইনবহির্ভূত নির্বাচনী কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ল¶্যে প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সামারি ট্রায়ালের বিষয়ে প্রাথমিকভাবে জনসাধারণকে অবহিত ও সচেতন করার কাজও চলমান রয়েছে।
এছাড়াও নির্বাচনি অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণের জন্য জেলা জজ আদালতে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।

 

প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেন অথবা সং¶িপ্ত বিচারের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সম্পন্ন করতে বিচারিক ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে
জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর