বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫  

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি তোয়ালে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অ্যাডাম ক্যাপ নামের ওই কারখানায় আগুন লাগে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পর ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

 

তিনি বলেন, “দুপুর ২টা ১০ মিনিটে আমরা খবর পাই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

 

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কর্মীরা নিরাপদে বেরিয়ে এসেছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 

 

এই বিভাগের আরো খবর