বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ইপসা’র প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমান এর পিএইচডি লাভ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫  

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র মূল ক্যাম্পাসে সম্প্রতি  বিশেষ কনভোকেশ অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন  ইপসা (Young Power in Social Action - YPSA)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান-কে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

 

এই বিশেষ কনভোকেশনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, রেক্টর, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি,  প্রফেসর ড. তৃপ্তি চক্রবর্তী, ডীন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, প্রফেসর ড. ভাস্বতী মিত্র, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস এবং প্রফেসর ড. অনুপ ঘোষ, হেড অব ডিপার্টমেন্ট, স্কুল অফ ম্যানেজমেন্ট, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। 

 

উল্লেখ্য,চট্রগ্রামের কৃতিসন্তান ড. মোঃ আরিফুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যুব ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন খাতে অবদান রেখে চলেছেন। তার এই একাডেমিক অর্জন সামাজিক পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মযজ্ঞে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।

 

এই বিভাগের আরো খবর