শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৫ ১৪৩২   ১৭ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

টঙ্গীতে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, টঙ্গী পূর্ব থানা শাখার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত নতুন রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্য ও জুলাই আন্দোলনে নিহত ছাত্র ও জনতার রুহের মাগফিরাত কামনায় এই আয়োজন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৬ আসনের ধানের শীষে এমপি মনোনীত প্রার্থী প্রভাষক বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।

 

সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব ছাত্রদল নেতা জাহিদ হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়েম তালুকদার।

 

প্রভাষক বসির উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শহীদ ছাত্র ও জনতার রক্ত বৃথা যেতে পারে না– তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

 

তিনি আরও বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো প্রস্তাব দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের রূপরেখা তুলে ধরেছে, যা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণদের নতুন প্রেরণা জোগাবে।

 

দোয়া ও মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির অগ্রগতি, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং নেতৃত্বের সুস্বাস্থ্য কামনা করা হয়।

 

সভা শেষে টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা জাহিদ বলেন, ন্যায়, সাহস ও ঐক্যের পথে থেকে তারা সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

এই বিভাগের আরো খবর