শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৪ ১৪৩২   ১৭ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৮

তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫  

তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, স্বেচ্ছাচারিতা ও সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতনের অভিযোগ উঠেছে। বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠানসহ বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মী এসব অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়, গত শনিবার সকালে মাছিমপুর বাজারে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা যুবদল নেতা হেলাল সরকারের আনীত এক অভিযোগের প্রেক্ষিতে সামাজিক বিচারকার্য চলছিল। এ সময় অভিযুক্ত জামাল হোসেন বিচারকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার সহযোগীদের নিয়ে বিচারকদের ওপর চড়াও হয়ে দরবারটি ভণ্ডুল করে দেন।

 

দরবারের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাঠান এবং সভা পরিচালনা করেন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মো. হানিফ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও শহীদুল্লাহসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতারা।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, জামাল হোসেন তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিচারকদের প্রতি গালিগালাজের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন, যা সরাসরি দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল।

 

বিচারকদের বক্তব্যে উঠে আসে, জামাল হোসেন সম্প্রতি জেলা যুবদল নেতা হেলাল সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ব্যবসায়িক পাওনা-দেনা নিয়ে দ্বন্দ্বের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে দলীয় হাইকম্যান্ডের নির্দেশে আয়োজিত ওই দরবারটিই তিনি ভণ্ডুল করেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, জামাল হোসেন তার আত্মীয় এক বিএনপি নেতার প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েছেন। স্থানীয় নেতারা জানান, তার কর্মকাণ্ডে দলীয় ঐক্য ও জনগণের নিরাপত্তা দুই-ই হুমকির মুখে পড়েছে।

এই বিভাগের আরো খবর