বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

লাকসামে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন নার্গিস সুলতানা

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫  

কুমিল্লার ঐতিহ্যবাহী লাকসাম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নার্গিস সুলতানা। তিনি সম্প্রতি লাকসামে দায়িত্ব গ্রহণ করে সরকারি কার্যক্রম ও জনসেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

নার্গিস সুলতানা এর আগে মাটিরাঙ্গা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত থেকে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের পর লাকসামে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

 

এর আগে লাকসামের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাউসার হামিদ। সম্প্রতি তার বদলির ফলে নার্গিস সুলতানা নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, লাকসামের উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে লাকসামকে একটি উন্নত, সেবামুখী ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, নার্গিস সুলতানা একজন সৎ, কর্মঠ ও দক্ষ প্রশাসক। তার নেতৃত্বে লাকসামের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।

অন্যদিকে সাধারণ মানুষও নতুন ইউএনওর কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতায় লাকসামের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল।

এই বিভাগের আরো খবর