শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২২ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

২০২৬ বিশ্বকাপে ‘গ্রুপ সি’তে ব্রাজিল

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে অনুষ্ঠিত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। ব্রাজিল এবার 'সি' গ্রুপে পড়লেও, এই ড্রকে ভক্তরা দেখছেন চরম সৌভাগ্যের প্রতীক হিসেবে। ফুটবলপ্রেমীরা এক অদ্ভুত ‘কাকতালীয় সমীকরণ’ মিলিয়ে বলছেন, এই পরিসংখ্যানই নাকি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দিচ্ছে!

 

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, তাঁর ভক্তরা ড্রয়ের ফল দেখেই নিজেদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব শুরু করে দিয়েছেন।

 

 

ব্রাজিল কেন 'সি' গ্রুপে পড়ে চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত পাচ্ছে, তার পেছনে রয়েছে অতীতের তিনটি বিশ্বকাপ জয়:

 

  • ২০০২: ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জেতে এই সালে। সেবার তারা ছিল ‘সি’ গ্রুপে।

  • ২০১৮: এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ছিল ফ্রান্স, যারা গ্রুপ পর্ব পার হয়েছিল ‘সি’ গ্রুপ থেকে।

  • ২০২২: সর্বশেষ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিরা তাদের পথচলা শুরু করেছিলেন ‘সি’ গ্রুপ থেকেই।

 

কাকতালে বিশ্বাসী ব্রাজিল ভক্তরা তাই একবাক্যে বলছেন, যেহেতু শেষ দুটি বিশ্বকাপেরই চ্যাম্পিয়ন দল 'সি' গ্রুপ থেকে এসেছে, এবং ব্রাজিল ২০০২ সালে 'সি' গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন হয়েছিল, তাই ২০২৬ সালে তাদের চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র!

 

 

২০২৬ বিশ্বকাপে 'সি' গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হলো মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

 

  • চেনা প্রতিপক্ষ: ব্রাজিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কো ও স্কটল্যান্ড—দুটি দলকেই হারানোর অভিজ্ঞতা আছে।

  • নতুন প্রতিপক্ষ: তবে বিশ্বকাপে এই প্রথম হাইতির মুখোমুখি হতে যাচ্ছে সেলেকাওরা। হাইতি হবে বিশ্বকাপে ব্রাজিলের ৫০তম আলাদা প্রতিপক্ষ।

 

ব্রাজিল এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৮টি দলের মুখোমুখি হয়েছে ইউরোপ থেকে। এরপর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ থেকে ৬টি করে দলের মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই বিভাগের আরো খবর