শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২২ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

লন্ডন থেকে ফিরেই শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা

নাজমুল হুদা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি যখন চলছে, তখনই ঢাকায় এসে পৌঁছালেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। গতকাল শুক্রবার তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শাশুড়িকে দেখতে যান।

 

জানা গেছে, জুবাইদা রহমান দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছান এবং আড়াই ঘণ্টার বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার শয্যাপার্শ্বে ছিলেন।

 

 

পেশায় চিকিৎসক জুবাইদা রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করলেও, খালেদা জিয়ার চিকিৎসার শুরু থেকেই তিনি ভার্চ্যুয়ালি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

 

দলের একটি সূত্র জানায়, তিনি শাশুড়িকে দেখার পর তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন। তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তাঁর সঙ্গে ছিলেন।

 

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক এবং তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ বারবার পেছানো হচ্ছে।

 

ডা. জুবাইদা রহমান ঢাকায় আসার ফলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং লন্ডনের হাসপাতালে ভর্তি-সংক্রান্ত সমন্বয়ের কাজটি আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর