বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে পেপাল

স্বপন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫  

প্রায় ১০ বছরের প্রতিশ্রুতি ও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে প্রস্তুত বৈশ্বিক পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপাল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে এটি বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

 

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে বক্তৃতাকালে গভর্নর এ তথ্য তুলে ধরেন।

 

তিনি বলেন, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশের বাজারে ব্যবসা করতে প্রবলভাবে আগ্রহী। পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে বৈশ্বিক বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবেন এবং দ্রুত পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

 

গভর্নর আরও জানান, ছোট উদ্যোক্তারা ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ক্ষুদ্র চালান পাঠাতে গেলে নানা জটিলতা ও সীমাবদ্ধতার মুখে পড়েন। পেপাল চালুর ফলে তারা ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশে স্বল্প ঝামেলায় পণ্য রপ্তানি ও অর্থ লেনদেন করতে পারবেন—যা ডিজিটাল বাণিজ্য খাতকে নতুন মাত্রায় পৌঁছে দেবে।

এই বিভাগের আরো খবর