শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২২ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

১৩ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আটক

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

ঠাকুরগাঁও জেলায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সবুর আলী (২১) কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এবং র‌্যাব-১ গাজীপুর সিপিএসসি–এর যৌথ অভিযানে তাকে জয়দেবপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

শনিবার (৬ ডিসেম্বর) র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মামলার এজাহারে উল্লেখ অনুযায়ী ভিকটিমের প্রতিবেশী আসামি সবুর আলী দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারকে জানালে ভিকটিমের পিতা আসামিকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে সবুর আলী ভিকটিমকে হত্যার হুমকি দিতে থাকে।

গত ১ জুন ভোরে কিশোরী তার খালার বাড়ির উদ্দেশে বের হলে আসামি মোটরসাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় এবং ইচ্ছার বিরুদ্ধে তাকে বারবার ধর্ষণ করে।

 

পরবর্তীতে ভিকটিমের মা আদালতে নালিশী মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১১ জুন হরিপুর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয় (মামলা নং ০৭, ধারা ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩)।

 

ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে র‌্যাবের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরো খবর