বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬

প্রজ্ঞাপন জারি:১ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নতুন মর্যাদা কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person - VIP) হিসেবে ঘোষণা করেছে সরকার।

সোমবার (১ ডিসেম্বর) রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

 

আইনের আওতায় ভিআইপি ঘোষণা

 

রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

  • ধারা: প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে।

  • গুরুত্ব: এই ঘোষণার ফলে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ) আইন অনুযায়ী তিনি এখন থেকে বিশেষ নিরাপত্তা এবং আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর