শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

৯ ডিসেম্বরও অনিশ্চিত: খালেদা জিয়ার লন্ডন যাত্রা কেন পেছাচ্ছে?

নাজমুল হুদা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। গতকাল শুক্রবার ভোরে যাত্রার সম্ভাব্য তারিখ ৭ ডিসেম্বর বলা হলেও, রাতে তা পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়। তবে এখন জানা গেছে, কারিগরি ও শারীরিক জটিলতার কারণে এই তারিখ আরও পেছানোর সম্ভাবনা রয়েছে।

 

খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত সূত্র জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এবং এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচিতে পরিবর্তন আসায় এই বিলম্ব।

 

 

মূলত কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও, তাতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়।

 

  • বিকল্প ব্যবস্থা: কাতার সরকার দ্রুতই বিকল্প হিসেবে জার্মানির এফএআই রেন্ট-এ-জেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে।

  • পরিবর্তিত আগমন: নতুন সূচি অনুযায়ী, জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে আসা এই এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় অবতরণ করতে পারে।

  • যাত্রা পেছাল: অ্যাম্বুলেন্সের আগমন ১০ ডিসেম্বর হলে, যাত্রা স্বাভাবিকভাবেই ৯ তারিখের পর হবে। খালেদা জিয়ার যাত্রার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।

 

এদিকে, যাত্রা নির্বিঘ্ন করতে এয়ার অ্যাম্বুলেন্সে লোকজনের কলেবর ছোট করা হচ্ছে। ১৮ জনের তালিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকজন চিকিৎসক ও দলীয় নেতা তাঁর সঙ্গে লন্ডনে যাবেন।

 

 

খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল এবং সার্বিক তত্ত্বাবধানের জন্য তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান গতকাল ঢাকা এসে পৌঁছেছেন।

 

  • হাসপাতালে জুবাইদা: তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যান এবং প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় শাশুড়ির পাশে ছিলেন।

  • শারীরিক অবস্থা: গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ১৩ দিন ধরে তাঁর চিকিৎসা চলছে। গতকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বড় কোনো উন্নতির খবর পাওয়া যায়নি; পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে।

 

 

গুরুতর অসুস্থ নেত্রীর আরোগ্যের জন্য গতকাল জুমার নামাজের পর বিএনপি সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করে। পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও তাঁর আশু রোগমুক্তি কামনা করে সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছিল।

এই বিভাগের আরো খবর