শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২১ ১৪৩২   ১৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

সুনির্দিষ্ট ডেডলাইন: ১৫ ফেব্রুয়ারির পর আর অন্তর্বর্তী সরকার নয়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫  

আগামী ১৫ ফেব্রুয়ারির (২০২৬) মধ্যেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার মাগুরায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত এবং এই প্রক্রিয়া প্রতিহত করার মতো শক্তি এখন আর কারও নেই।

মাগুরা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।

 

 

প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে এবং অন্তর্বর্তী সরকারও ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত।

প্রেস সচিব বলেন: "নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র বা পলাতক কোনো শক্তির এই নির্বাচন বানচাল বা প্রতিহত করার সক্ষমতা নেই।"

 

 

বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে নির্বাচন বানচালের বিভিন্ন চক্রান্তের অভিযোগ উড়িয়ে দেন।

  • সংস্কার শেষ পর্যায়ে: তিনি জানান, রাষ্ট্র মেরামতের জন্য গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ শেষ পর্যায়ে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখন তৈরি হয়েছে।

  • হুঁশিয়ারি: যারা এখনও অস্থিতিশীলতা তৈরির স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসন ও জনগণ সজাগ আছে। কোনো নাশকতা বরদাশত করা হবে না।

প্রেস সচিবের এই সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করার বিষয়টি রাজনৈতিক মহলে নির্বাচনের দিনক্ষণ নিয়ে চলা ধোঁয়াশা দূর করবে বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর