শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২২ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

জেসিকার সেই বিতর্কিত দৃশ্য: নগ্নতার আড়ালে কোন অস্বস্তি লুকিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

ক্যারিয়ারের শুরুতে বা যেকোনো সময়ে শিল্পীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করতে হতে পারে। তবে অভিনয় শেষে সেই দৃশ্য নিয়েই নিজের অপছন্দ ও অস্বস্তির কথা অকপটে জানালেন জনপ্রিয় অভিনেত্রী জেসিকা। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি তাঁর অভিনীত একটি (কাল্পনিক) চলচ্চিত্রের অত্যন্ত বিতর্কিত সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন।

 

জেসিকা জানান, দৃশ্যটি ছিল গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ। তবে দৃশ্যটি করতে গিয়ে তিনি যে মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছিলেন, তা তিনি ভুলতে পারেননি।

 

 

জেসিকা জানান, পরিচালক (নাম কাল্পনিক) দৃশ্যটিকে 'শিল্পের চূড়ান্ত দাবি' হিসেবে উপস্থাপন করেছিলেন। সে কারণেই তিনি পেশাদারিত্বের খাতিরে সেই দৃশ্যে অভিনয় করতে বাধ্য হন।

 

  • অস্বস্তির কারণ: তিনি বলেন, "দৃশ্যটি করার সময় আমি অনুভব করছিলাম যে আমি কেবল একটি চরিত্রকে ফুটিয়ে তুলছি না, বরং আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ উন্মোচিত হয়ে পড়ছি। দিনের শেষে শটের পর যখন আমি আমার পোশাক পরতাম, তখন মনে হতো যেন আমি আমার নিজের একটি অংশ হারিয়ে ফেলেছি।"

  • আলোচনার প্রয়োজন: তিনি আরও বলেন যে সেই সময়ে 'ইন্টিমেসি কো-অর্ডিনেটর'-এর (Intimacy Coordinator) ধারণা এত প্রচলিত ছিল না। এখন যদি এমন দৃশ্যে অভিনয় করতে হতো, তবে তিনি হয়তো আরও বেশি আলোচনার মাধ্যমে নিজের শর্তগুলো যুক্ত করতেন।

 

জেসিকার এই অকপট স্বীকারোক্তি আবারও আন্তর্জাতিক সিনেমা জগতে অভিনয় ও শিল্পীর ব্যক্তিগত সীমানার মধ্যেকার বিতর্ককে সামনে নিয়ে এল। অনেক সমালোচকই মনে করেন, অনেক সময় চরিত্রের প্রয়োজনের চেয়েও দর্শক টানার জন্য নগ্নতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়।

 

 

জেসিকার সেই বিতর্কিত দৃশ্যটি মুক্তি পাওয়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কেউ কেউ এটিকে 'সাহসী পদক্ষেপ' বললেও, বহু দর্শক দৃশ্যটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জেসিকার বর্তমান মন্তব্য দর্শকদের পুরনো কৌতূহলকে নতুন করে উসকে দিল।

এই বিভাগের আরো খবর