শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২২ ১৪৩২   ১৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

তিতাসে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫  

কুমিল্লার তিতাসে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজারে ১নং ও ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন।

 

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আশরাফুল আলম সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল ভুঁইয়া, তিতাস উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সরকার বিজয়, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল, আলহাজ্ব সানোয়ার হোসেন প্রমুখ।

 

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক খবির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিলু মিয়া, সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আশরাফুল আলম সরকার বলেন, “আমাদের বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি।”

এই বিভাগের আরো খবর